1. [email protected] : Abdur Razzak : Abdur Razzak
  2. [email protected] : admin :
  3. [email protected] : BDNewsFast :
  4. [email protected] : Abdul Jolil : Abdul Jolil
  5. [email protected] : Nazmus Sawdath : Nazmus Sawdath
  6. [email protected] : Tariqul Islam : Tariqul Islam
শুক্রবার, ২৫ জুন ২০২১, ০৪:৫৭ অপরাহ্ন

ইবি’র দুই শিক্ষকের পেনশনের চেক প্রদান

  • আপডেট এর সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৫৮৭ বার দেখা হয়েছে

এম বি রিয়াদ, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অবসরপ্রাপ্ত শিক্ষক অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল লতিফকে পেনশন ও আনুতোষিকের চেক প্রদান করা হয়েছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ অাসকারী তাঁদের হাতে এ চেক তুলে দেন। 


এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত অর্থ ও হিসাব পরিচালক মোঃ ছিদ্দিক উল্যা এবং অতিরিক্ত রেজিস্ট্রার ভারপ্রাপ্ত ড. মোঃ নওয়াব আলী খান উপস্থিত ছিলেন।
চেক প্রদানকালে শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখায় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী অবসরপ্রাপ্ত শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা তাঁদের অবসরকালীন সুখময় জীবন কামনা করেন।


উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ মামুন ১৯৮৯ হতে ২০১৯ সাল পর্যন্ত এবং অধ্যাপক ড. আব্দুল লতিফ ১৯৮৭ হতে ২০২০ সাল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতা করেছেন।

নিউজটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন

এই ক্যাটাগরির আরো কিছু খবর