1. [email protected] : Abdur Razzak : Abdur Razzak
  2. [email protected] : admin :
  3. [email protected] : BDNewsFast :
  4. [email protected] : Abdul Jolil : Abdul Jolil
  5. [email protected] : Nazmus Sawdath : Nazmus Sawdath
  6. [email protected] : Tariqul Islam : Tariqul Islam
শুক্রবার, ১৮ জুন ২০২১, ০৫:৪১ অপরাহ্ন

এমপি ফজলে করিম চৌধুরীকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি

  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ১৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
করোনাভাইরাসে আক্রান্ত রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।


বুধবার (১৯ আগস্ট) সকালে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বাবাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হবে।


সর্দি-জ্বর থাকায় গত সোমবার (১৭ আগস্ট) সকালে করোনা পরীক্ষায় নমুনা দিয়েছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী। সন্ধ্যায় তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি শহরের বাসায় আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।


করোনা সংক্রমণের শুরু থেকে এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানে ত্রাণ সামগ্রী বিতরণ, করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার স্থাপনসহ নানা কার্যক্রম পরিচালনা করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৩ আগস্ট থেকে তিনি রাউজানে মানুষের মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতেও ব্যস্ত ছিলেন।

নিউজটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন

এই ক্যাটাগরির আরো কিছু খবর